SOULS
এরই মাঝে | Eri Majhe - Souls | Lyrics
এরি মাঝে রাত নেমেছে
কত দিন গেছে চলে
এরি মাঝে ঝড় উঠেছে
এ হৃদয়ে গেছে ভেঙ্গে
এলে যবে এত পরে
দাও তুমি দু হাত ভরে
দাও কিছু সুখের ছোয়া
আমার ভাঙ্গা হৃদয় জুড়ে
ছোট ছোট কথা সব
একটি দুটি কষ্ট
মুঠো মুঠো সুখ ছিলো
এসব ভুলে কোথায় ছিলে
দুরে ছিলে মাঝখানে
কে জানে কার ভুলে
ভুল গুলো সব ফুল হবে
সুখগুলো ফিরে এলে
দুঃখ সব গল্প হবে
দু চোখ ছুয়ে দিলে
ভুল গুলো সব ফুল হবে
সুখগুলো ফিরে এলে
দুঃখ সব গল্প হবে
দু চোখ তুমি ছুয়ে দিলে
দুরে ছিলে মাঝখানে
কে জানে কার ভুলে
Posted: Wednesday, August 31, 2016
কত দিন গেছে চলে
এরি মাঝে ঝড় উঠেছে
এ হৃদয়ে গেছে ভেঙ্গে
এলে যবে এত পরে
দাও তুমি দু হাত ভরে
দাও কিছু সুখের ছোয়া
আমার ভাঙ্গা হৃদয় জুড়ে
ছোট ছোট কথা সব
একটি দুটি কষ্ট
মুঠো মুঠো সুখ ছিলো
এসব ভুলে কোথায় ছিলে
দুরে ছিলে মাঝখানে
কে জানে কার ভুলে
ভুল গুলো সব ফুল হবে
সুখগুলো ফিরে এলে
দুঃখ সব গল্প হবে
দু চোখ ছুয়ে দিলে
ভুল গুলো সব ফুল হবে
সুখগুলো ফিরে এলে
দুঃখ সব গল্প হবে
দু চোখ তুমি ছুয়ে দিলে
দুরে ছিলে মাঝখানে
কে জানে কার ভুলে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)