Hemanta Mukherjee
আমায় প্রশ্ন করে | Amay Prosno Kore - Hemanta Mukherjee | Lyrics
#Song: Amay Proshno Kore
#Artist: Hemanta Mukherjee
#Album: Sera Shilpi Sera Gaan
#Lyrics -
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা
এ জীবন সারা
কারা যেনো ভালোবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি আমি তুমি হারা
আমি তুমি হারা
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে
আমার চতুর পাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
Posted: Wednesday, August 31, 2016
আর কত কাল আমি রব দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা
এ জীবন সারা
কারা যেনো ভালোবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি আমি তুমি হারা
আমি তুমি হারা
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে
আমার চতুর পাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)