HABIB
স্বপ্নের চেয়েও মধুর | Shopner Cheyeo Modhur - Habib | Lyrics
স্বপ্নে তার সাথে হয় দেখা
বসে বসে ভাবি তা একা একা
সে যে স্বপ্নে আসে তবু
স্বপ্নের চেয়েও মধুর
তাকে পাবার আশায়
দু'চোখ রাখা দূর বহুদূর
তার স্বপ্ন দেখে রাত চলে যায়
তারপর আসে ভোর
তারপর আমার ঘুম ভাঙে
দেখি ব্যস্ততার শহর
অবিরাম ছুটে চলা
একা একা কথা বলা
কত কিছু বলে ফেলা
তাকে ভালোবেসে ফেলা
এ ভালোবাসাতেই রোদ্দুর
তার স্বপ্ন আধাঁরে ঘেরা নয়
সোনালী রোদে ভরা
মেঘের আকাশ চাই না
তার স্বপ্নে আছে তারা
বেসেছি ভাল তাকে স্বপ্ন দেখার ফাঁকে
স্বপ্নের রং মেখে মনেতে তার ছবি এঁকে
সে স্বপ্নের চেয়েও মধুর..
Posted: Wednesday, August 31, 2016
বসে বসে ভাবি তা একা একা
সে যে স্বপ্নে আসে তবু
স্বপ্নের চেয়েও মধুর
তাকে পাবার আশায়
দু'চোখ রাখা দূর বহুদূর
তার স্বপ্ন দেখে রাত চলে যায়
তারপর আসে ভোর
তারপর আমার ঘুম ভাঙে
দেখি ব্যস্ততার শহর
অবিরাম ছুটে চলা
একা একা কথা বলা
কত কিছু বলে ফেলা
তাকে ভালোবেসে ফেলা
এ ভালোবাসাতেই রোদ্দুর
তার স্বপ্ন আধাঁরে ঘেরা নয়
সোনালী রোদে ভরা
মেঘের আকাশ চাই না
তার স্বপ্নে আছে তারা
বেসেছি ভাল তাকে স্বপ্ন দেখার ফাঁকে
স্বপ্নের রং মেখে মনেতে তার ছবি এঁকে
সে স্বপ্নের চেয়েও মধুর..
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)