- Bangla Movie Song -
চাঁদনী পসরে | Chadni Poshore - Chondrokotha | Lyrics
শিরোনামঃ চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
লেখকঃ হুমায়ূন আহমেদ
ছবিঃ চন্দ্রকথা
চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাড়াইসে গো আমার দুয়ারে
তাহারে চিনিনা আমি সে আমারে চিনে
বাহিরে চাঁন্দের আলো ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার
তবু কেনো সে আমার ঘরে আসেনা
সে আমারে চিনে কিন্তু আমি চিনিনা
সে আমারে ঠারে ঠারে ইশারায় কয়
এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়
ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত
তোমার জন্য আনছি গো আইজ চাঁন্দেরও দাওয়া
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)