Mixed Mp3 Songs
আমি মেঘ ছুড়ে দেই | Ami Megh Chure Dei | Lyrics
যদি ভুলে যাও না হয় আমাকে
পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে
যদি মুছে দাও আমার স্মৃতিকে
পারবে সুখি হতে আমাকে ভুলে
আমি মেঘ ছুড়ে দেই তোমার ঐ আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে
ব্যাথাগুলো আর ব্যাথা দেয় না
ব্যাথা গুলো ভুলে গেছি
জ্বালাগুলো আর জ্বালা দেয় না
জ্বালাগুলো পুষে রাখি
অনেক কেঁদেছি আর কাঁদতে চাইনা
কাঁদতে আমার ভাল লাগেনা
আমি মেঘ ছুড়ে দেই তোমার ঐ আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে
বৃষ্টি হলে ভেবেনিও তুমি
এ আমার চোখেরই জল
কত শত ভাবি তোমায় আমি
আসে কত স্মৃতি ও ঢল
অনেক ভেবেছি আর ভাবতে চাইনা
ভাবতে আমার ভালো লাগে না
আমি মেঘ ছুড়ে দেই তোমার ঐ আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে
Posted: Monday, August 29, 2016
পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে
যদি মুছে দাও আমার স্মৃতিকে
পারবে সুখি হতে আমাকে ভুলে
আমি মেঘ ছুড়ে দেই তোমার ঐ আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে
ব্যাথাগুলো আর ব্যাথা দেয় না
ব্যাথা গুলো ভুলে গেছি
জ্বালাগুলো আর জ্বালা দেয় না
জ্বালাগুলো পুষে রাখি
অনেক কেঁদেছি আর কাঁদতে চাইনা
কাঁদতে আমার ভাল লাগেনা
আমি মেঘ ছুড়ে দেই তোমার ঐ আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে
বৃষ্টি হলে ভেবেনিও তুমি
এ আমার চোখেরই জল
কত শত ভাবি তোমায় আমি
আসে কত স্মৃতি ও ঢল
অনেক ভেবেছি আর ভাবতে চাইনা
ভাবতে আমার ভালো লাগে না
আমি মেঘ ছুড়ে দেই তোমার ঐ আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)