WINNING

হৃদয় জুড়ে | Ridoy Jure - Winning | Lyrics

হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু তোমাকে ভালোবাসবো ভেবে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
যখন দেখি তোমায় আমি অনেক কাছে
হৃদয় গভীরে শুকনো আকাশ মেঘে ভরে যে

অশ্রু বরষা জাগাও তুমি
নিবিরে থেকেও জেনে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে

যখন দেখি তোমার হাসি মনের মাঝে
মনের নীলে হারাই আমি সঙ্গোপনে
জীবন ভরসা দিয়েছো তুমি
আমাকে নিরবে ভালোবেসে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু তোমাকে ভালোবাসবো ভেবে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে

Posted: Monday, August 29, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)