WINNING

নীল চোখ | Nil Chokh - Winning | Lyrics

নীল চোখে চোখ আমি রেখেছি
সাত রঙে মনে ছবি এঁকেছি
তারে চোখ ভরে যত আমি দেখেছি
যেনো স্বর্গের কাছাকাছি এসেছি
কি মায়া সেই চোখে আমি তো বুঝিনা

গায়ে সিক্ত নীলাম্বরী
কপোলে মধুমাখা মুখচন্দন
এলোমেলো কেশ যেনো
আকাশের সাথে খায় চুম্বন
সে যে রুপে অপরুপা
কোন কবির কল্পনা

সে যে ছন্দের তালে তালে
পাহড়ী নৃত্যে নেচে চলে
গুনগুন সুরে সুরে
হৃদয়ের কথা বলে
তার সুরের লহরে
এই মন দিশেহারা

নীল চোখে চোখ আমি রেখেছি
সাত রঙে মনে ছবি এঁকেছি
তারে চোখ ভরে যত আমি দেখেছি
যেনো স্বর্গের কাছাকাছি এসেছি
কি মায়া সেই চোখে আমি তো বুঝিনা

Posted: Monday, August 29, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)