WINNING
নীল চোখ | Nil Chokh - Winning | Lyrics
নীল চোখে চোখ আমি রেখেছি
সাত রঙে মনে ছবি এঁকেছি
তারে চোখ ভরে যত আমি দেখেছি
যেনো স্বর্গের কাছাকাছি এসেছি
কি মায়া সেই চোখে আমি তো বুঝিনা
গায়ে সিক্ত নীলাম্বরী
কপোলে মধুমাখা মুখচন্দন
এলোমেলো কেশ যেনো
আকাশের সাথে খায় চুম্বন
সে যে রুপে অপরুপা
কোন কবির কল্পনা
সে যে ছন্দের তালে তালে
পাহড়ী নৃত্যে নেচে চলে
গুনগুন সুরে সুরে
হৃদয়ের কথা বলে
তার সুরের লহরে
এই মন দিশেহারা
নীল চোখে চোখ আমি রেখেছি
সাত রঙে মনে ছবি এঁকেছি
তারে চোখ ভরে যত আমি দেখেছি
যেনো স্বর্গের কাছাকাছি এসেছি
কি মায়া সেই চোখে আমি তো বুঝিনা
সাত রঙে মনে ছবি এঁকেছি
তারে চোখ ভরে যত আমি দেখেছি
যেনো স্বর্গের কাছাকাছি এসেছি
কি মায়া সেই চোখে আমি তো বুঝিনা
গায়ে সিক্ত নীলাম্বরী
কপোলে মধুমাখা মুখচন্দন
এলোমেলো কেশ যেনো
আকাশের সাথে খায় চুম্বন
সে যে রুপে অপরুপা
কোন কবির কল্পনা
সে যে ছন্দের তালে তালে
পাহড়ী নৃত্যে নেচে চলে
গুনগুন সুরে সুরে
হৃদয়ের কথা বলে
তার সুরের লহরে
এই মন দিশেহারা
নীল চোখে চোখ আমি রেখেছি
সাত রঙে মনে ছবি এঁকেছি
তারে চোখ ভরে যত আমি দেখেছি
যেনো স্বর্গের কাছাকাছি এসেছি
কি মায়া সেই চোখে আমি তো বুঝিনা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)