HABIB
এলোমেলো মন | Elomelo Mon - Habib | Lyrics
নীরবে হায় এ মন যে ভেসে যায়
জানিনা যে কোন স্বপ্নের সীমায়
এলোমেলো মন
ভাবে শুধু তোমায় আজ
শেষ হবে রাত
শুধু তুমি আমি আজ
নীল জোছনায় মন যে হারায়
তারা জ্বলা এ আকাশে
নির্জনতায় তোমাকেই চাই
ভালোবাসতে আবেশে
তুমি যদি চাও বৃষ্টি হবে আজ
এই রাতে আকাশের বুকে
তুমি যদি চাও তবে জোছনা রবে
চাঁদ জেগে রয় মেঘেরও ফাঁকে
এলোমেলো মন
ভাবে শুধু তোমায় আজ
শেষ হবে রাত
শুধু তুমি আমি আজ
Posted: Wednesday, August 31, 2016
জানিনা যে কোন স্বপ্নের সীমায়
এলোমেলো মন
ভাবে শুধু তোমায় আজ
শেষ হবে রাত
শুধু তুমি আমি আজ
নীল জোছনায় মন যে হারায়
তারা জ্বলা এ আকাশে
নির্জনতায় তোমাকেই চাই
ভালোবাসতে আবেশে
তুমি যদি চাও বৃষ্টি হবে আজ
এই রাতে আকাশের বুকে
তুমি যদি চাও তবে জোছনা রবে
চাঁদ জেগে রয় মেঘেরও ফাঁকে
এলোমেলো মন
ভাবে শুধু তোমায় আজ
শেষ হবে রাত
শুধু তুমি আমি আজ
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)