Mixed Mp3 Songs
ওই নীল চোখেতে | Oi Nil Chokhete - Naumi & Tanjib | Lyrics
চুলগুলো মেলে দিই অবেলায় দেখবে বলে
কাজল চোখের মাঝে বাঁকা চাঁদ সাজিয়ে
হাসতে ভালো লাগে যখন দেখি আমায় দেখো
শিহরণ ছুঁয়ে দেয় কি জ্বালা প্রতিক্ষণে
কবে সাজাবে বাসর ফুল ও গন্ধ মেখে
সে স্বপন দেখি ক্ষণে ক্ষণে রঙ্গিন সাজে
ওই নীল চোখেতে দেখি কি যাদু
অপলক দৃষ্টিতে ভেবে যাই শুধু
Just let me know, how you wanna grow love between us,
tell me can you feel the flow?
I’mma make you sure, I’m gonna love you more,
What kind of feeling is this now I’m feeling oh!
Hey! Just wanna say you’re so great,
Lost without you but I’m gonna wait (yeah)
Never let me go, never ever let me go,
If you do then my life will become slow!!!
ছিন্ন মিলনে বাধার মিছিলে
বল কেন আজ ভালোবাশা
সইতে পারি না কি আছে মনে
বুঝতে দেই না অন্তরালে
Posted: Wednesday, August 31, 2016
কাজল চোখের মাঝে বাঁকা চাঁদ সাজিয়ে
হাসতে ভালো লাগে যখন দেখি আমায় দেখো
শিহরণ ছুঁয়ে দেয় কি জ্বালা প্রতিক্ষণে
কবে সাজাবে বাসর ফুল ও গন্ধ মেখে
সে স্বপন দেখি ক্ষণে ক্ষণে রঙ্গিন সাজে
ওই নীল চোখেতে দেখি কি যাদু
অপলক দৃষ্টিতে ভেবে যাই শুধু
Just let me know, how you wanna grow love between us,
tell me can you feel the flow?
I’mma make you sure, I’m gonna love you more,
What kind of feeling is this now I’m feeling oh!
Hey! Just wanna say you’re so great,
Lost without you but I’m gonna wait (yeah)
Never let me go, never ever let me go,
If you do then my life will become slow!!!
ছিন্ন মিলনে বাধার মিছিলে
বল কেন আজ ভালোবাশা
সইতে পারি না কি আছে মনে
বুঝতে দেই না অন্তরালে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)