NACHIKETA

শতাব্দী | Shotabdi - Nachiketa | Lyrics

#Song: Shotabdi
#Artist: Nachiketa
#Album: Chol Jabo Toke Niye

যদি কখনো ফিরে আসো
দেখবে তেমনি আমি আছি দাঁড়িয়ে
সেই গান গেয়ে যা দিয়েছো আমায় তুমি
সেই গান গাই সস্তা সিগারেট খাই
ধুলো ছুঁয়ে যায় এই শরীর
তোমার লাল মারুতি দুর্বার গতি
ফুটপাতে স্থবির আমি

তোমার হাই স্ট্যাটাস নেই অবকাশ
তোমার মুখ দেখি পোস্টারে
কি ভালোবাসো কখন হাসো
সব বিক্রি হয় বাজারে

তবুও এই সস্তা জামার নীচে
আজও এই হৃদয়ে জাগে
হয়ত খেয়ালে ছুঁয়ে দিয়েছিলে
দশ দশটা বছর আগে
না না দশক ধরে নয়
শতাব্দী, আই লাভ ইউ আই মিস ইউ

যখন তুমি ষোলো অথবা সতেরো
একসাথে গিয়েছি সিনেমায়
এখন কোথায় সেদিন
শুধুই বুকে নিকোটিন
তোমায় দেখি রূপোলি পর্দায়

প্রথম যেদিন তোমায় শুনিয়েছি গান
তোমার দুটো চোখে ছিল প্রেরণা
এখন প্রতি সন্ধ্যায় গলা কত গান গায়
তবু মন বলে ভাল্লাগে না
যখন তোমার ছিলো আকাশ
তখন তুমি চাইলে খাঁচা
এখন সোনার খাঁচায় খেলনা পাখি সেজে
রাত্রিদিন সুতোয় নাচা

তবুও এই সস্তা জামার নীচে
আজও এ হৃদয় ভাবে
ভাঙ্গবে খাঁচা এক না একদিন
সত্যি ভালোবাসার অভাবে
না না দশক ধরে নয়
শতাব্দী, আই লাভ ইউ আই মিস ইউ

Posted: Wednesday, August 31, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)