Mixed Mp3 Songs
দাও হাত বাড়িয়ে | Dao Hat Bariye | Lyrics
দিলাম তুলে দু চোখে পৃথিবীর স্বপ্ন যত
দিলাম ভরে দু হাতে হ্রদয়ের আলো যত
না না ভুলে যাবো না
মনে আসুক না যত প্রলয়
না না মেনে নেব না
শত বিশাদের কোন পরাজয়
দাও দাও হাত বাড়িয়ে
আছি পাশে দাঁড়িয়ে
নাও নাও বুকে জড়িয়ে
দিও না একা ফিরিয়ে
দেখেছি তুমি হাসো না যখন
মনের আকাশে সন্ধ্যা নামে
দেখেছি তুমি থাকো না যখন
শূণ্য তাই পৃথিবীটা থাকে
না না মেনে নেব না
শত বিশাদের কোন পরাজয়
দাও দাও হাত বাড়িয়ে
আছি পাশে দাঁড়িয়ে
নাও নাও বুকে জড়িয়ে
দিও না একা ফিরিয়ে
জেনেছি তুমি আসবে না যখন
তারারা জ্বালবে না আলো
জেনেছি তুমি থাকবে না যখন
পৃথিবী হবে আধার কালো
না না মেনে নেব না
শত বিশাদের কোন পরাজয়
Posted: Saturday, December 3, 2016
দিলাম ভরে দু হাতে হ্রদয়ের আলো যত
না না ভুলে যাবো না
মনে আসুক না যত প্রলয়
না না মেনে নেব না
শত বিশাদের কোন পরাজয়
দাও দাও হাত বাড়িয়ে
আছি পাশে দাঁড়িয়ে
নাও নাও বুকে জড়িয়ে
দিও না একা ফিরিয়ে
দেখেছি তুমি হাসো না যখন
মনের আকাশে সন্ধ্যা নামে
দেখেছি তুমি থাকো না যখন
শূণ্য তাই পৃথিবীটা থাকে
না না মেনে নেব না
শত বিশাদের কোন পরাজয়
দাও দাও হাত বাড়িয়ে
আছি পাশে দাঁড়িয়ে
নাও নাও বুকে জড়িয়ে
দিও না একা ফিরিয়ে
জেনেছি তুমি আসবে না যখন
তারারা জ্বালবে না আলো
জেনেছি তুমি থাকবে না যখন
পৃথিবী হবে আধার কালো
না না মেনে নেব না
শত বিশাদের কোন পরাজয়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)