HABIB
আহবান | Ahoban - Habib | Lyrics
মায়া মায়া আলোতে
ভীরু ভীরু পায়েতে
ভীরু ভীরু পায়েতে
তুমি এলে নিরবে কাছে
নিভু নিভু আলোতে
ঝিরি ঝিরি বাতাসে
ঝিরি ঝিরি বাতাসে
তুমি এলে সঙ্গোপনে...
নয়নে গোপনে যত দেখি
কাটেনা তো ঘোর
এসোনা আবেশে
প্রেমেরও নেশাতে বিভোর
হৃদয়ে ওঠে ঝর
মাতাল প্রণয়ের আলো
কি নেশা ছড়ালো
চোখের ইশারাতে
উতাল সে আহবানে
নয়নে নয়নে দিশা এ নিশীথে
প্রেমেরও নেশাতে বিভোর
হৃদয়ে ওঠে ঝর
মাতাল প্রণয়ের আলো
কি নেশা ছড়ালো
চোখের ইশারাতে
উতাল সে আহবানে
নয়নে নয়নে দিশা এ নিশীথে
উদাসি বাতাসে
তোমারই
সুবাসে ঝরাল উন্মাদনা
চপলও চাহনি তুমি মায়াবিবি
জরালে শিহরণে
চুপি চুপি এই নিশি
বলে যায় ভালোবাসি
নিরালাই নিরজনতায়
তুমি আমি মুখোমুখি
এসো তবে কাছাকাছি
এসোনা আলিঙ্গনে
মাতাল প্রণয়ের আলো কি
নেশা ছড়াল চোখের ইশারাতে
উতাল সে আহবানে
নয়নে নয়নে দিশা এ নিশিতে...
সুবাসে ঝরাল উন্মাদনা
চপলও চাহনি তুমি মায়াবিবি
জরালে শিহরণে
চুপি চুপি এই নিশি
বলে যায় ভালোবাসি
নিরালাই নিরজনতায়
তুমি আমি মুখোমুখি
এসো তবে কাছাকাছি
এসোনা আলিঙ্গনে
মাতাল প্রণয়ের আলো কি
নেশা ছড়াল চোখের ইশারাতে
উতাল সে আহবানে
নয়নে নয়নে দিশা এ নিশিতে...
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)