Bappa Mazumder
যাবে কোথায় ফেলে আমায় | Jabe Kothay Fele Amay - Bappa & Baby Nazneen | Lyrics
যাবে কোথায় ফেলে আমায়
ভাবি তোমায় সাড়া প্রহর
তুমি হেঁটে যাবার আগেই
রাখি তোমার পথের খবর
একটু দাঁড়াও দুজনে মিলে
দেবো পারি ভয়াল সাগর
মেঘলা হবে আকাশ যখন
চাইবে তুমি বৃষ্টি তখন
হলে আমি জলের ধারা
ভিজবে কোথায় আমায় ছাড়া
পরতে যদি পারি তোমায়
রাগ করোনা নিজের উপর
একটু দাঁড়াও দুজনে মিলে
দেবো পারি ভয়াল সাগর
স্বপ্ন দেখে জীবন সাজাই
মিঠবে তোমার মনের আশা
দেখা হবে ঠিক সেখানে
দোষ দিওনা দোষ না জেনে
বুঝতে যদি পারো আমায়
রাগ হবে না নিজের উপর
একটু দাঁড়াও দুজনে মিলে
দেবো পারি ভয়াল সাগর
যাবে কোথায় ফেলে আমায়
ভাবি তোমায় সাড়া প্রহর
তুমি হেঁটে যাবার আগেই
রাখি তোমার পথের খবর
Posted: Friday, January 27, 2017
ভাবি তোমায় সাড়া প্রহর
তুমি হেঁটে যাবার আগেই
রাখি তোমার পথের খবর
একটু দাঁড়াও দুজনে মিলে
দেবো পারি ভয়াল সাগর
মেঘলা হবে আকাশ যখন
চাইবে তুমি বৃষ্টি তখন
হলে আমি জলের ধারা
ভিজবে কোথায় আমায় ছাড়া
পরতে যদি পারি তোমায়
রাগ করোনা নিজের উপর
একটু দাঁড়াও দুজনে মিলে
দেবো পারি ভয়াল সাগর
স্বপ্ন দেখে জীবন সাজাই
মিঠবে তোমার মনের আশা
দেখা হবে ঠিক সেখানে
দোষ দিওনা দোষ না জেনে
বুঝতে যদি পারো আমায়
রাগ হবে না নিজের উপর
একটু দাঁড়াও দুজনে মিলে
দেবো পারি ভয়াল সাগর
যাবে কোথায় ফেলে আমায়
ভাবি তোমায় সাড়া প্রহর
তুমি হেঁটে যাবার আগেই
রাখি তোমার পথের খবর
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)