Tausif
বৃষ্টি ঝরে যায় | Brishti Jhore Jay - Tausif | Lyrics
বৃষ্টি ঝরে যায়, দু'চোখে গোপনে
সখিগো নিলা না খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখিগো নিলা না খবর মনেতে
তোমারো চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর
আমাকে মনে করে সারাটি বেলা
যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি
ভুলে কি গেছো সব হৃদয়ের কথা
বৃষ্টি ঝরে যায়, দু চোখে গোপনে
সখিগো নিলা না খবর যতনে
তোমারো চোখে কি দিন কাটে বছর হয়ে
হীম ঝড় বয়ে যায় সারাটি বেলা
যত মিনতি থাকে করেছি তোমাকে আমি
আসনি ফিরে, আছি একা
বৃষ্টি ঝরে যায়, দু চোখে গোপনে
সখিগো নিলা না খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখিগো নিলা না খবর মনেতে
Posted: Friday, January 27, 2017
সখিগো নিলা না খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখিগো নিলা না খবর মনেতে
তোমারো চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর
আমাকে মনে করে সারাটি বেলা
যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি
ভুলে কি গেছো সব হৃদয়ের কথা
বৃষ্টি ঝরে যায়, দু চোখে গোপনে
সখিগো নিলা না খবর যতনে
তোমারো চোখে কি দিন কাটে বছর হয়ে
হীম ঝড় বয়ে যায় সারাটি বেলা
যত মিনতি থাকে করেছি তোমাকে আমি
আসনি ফিরে, আছি একা
বৃষ্টি ঝরে যায়, দু চোখে গোপনে
সখিগো নিলা না খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখিগো নিলা না খবর মনেতে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)