FUAD
বুঝিনা বুঝিনা আমি | Bujhina Bujhina Ami - Fuad | Lyrics
মনের ভেতর রইয়াছে ঘর
ঘরের ভেতর কে
সবখানে তার নজরদারি
খবর রাখে সে
মানে না সে আমার কথা
গোস্যা করে সে
কারণে বা অকারণে মায়াতে বাধে
বুঝিনা বুঝিনা আমি মনের ব্যাকরণ
সহেনা সহেনা জ্বালা কি করি এখন
বুঝানো যে যায়না তারে
শুনেনা সে কোন কথা
নিজের মতন রাজ্য করে
আমি হলাম নিরব প্রজা
আমার দেহ আমারি মন কথা বলে সে
অধিকারের কোন হিসাবে আমায় বুঝাবে
দিনে দিনে বাড়ছে জ্বালা
ক্ষমতার এক জটিল খেলা
আমি এখন তারি হাতের
কাঠের পুতুল সারা বেলা
আমার দেহ আমারি মন কথা বলে সে
অধিকারের কোন হিসাবে আমায় বুঝাবে
বুঝিনা বুঝিনা আমি মনের ব্যাকরণ
সহেনা সহেনা জ্বালা, কি করি এখন
Posted: Monday, January 30, 2017
ঘরের ভেতর কে
সবখানে তার নজরদারি
খবর রাখে সে
মানে না সে আমার কথা
গোস্যা করে সে
কারণে বা অকারণে মায়াতে বাধে
বুঝিনা বুঝিনা আমি মনের ব্যাকরণ
সহেনা সহেনা জ্বালা কি করি এখন
বুঝানো যে যায়না তারে
শুনেনা সে কোন কথা
নিজের মতন রাজ্য করে
আমি হলাম নিরব প্রজা
আমার দেহ আমারি মন কথা বলে সে
অধিকারের কোন হিসাবে আমায় বুঝাবে
দিনে দিনে বাড়ছে জ্বালা
ক্ষমতার এক জটিল খেলা
আমি এখন তারি হাতের
কাঠের পুতুল সারা বেলা
আমার দেহ আমারি মন কথা বলে সে
অধিকারের কোন হিসাবে আমায় বুঝাবে
বুঝিনা বুঝিনা আমি মনের ব্যাকরণ
সহেনা সহেনা জ্বালা, কি করি এখন
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)