Mixed Mp3 Songs

যদি মন কাঁদে তুমি চলে এসো | Jodi Mon Kade Tumi Chole Esho | Lyrics

শিল্পীঃ শাওন আহমেদ
অ্যালবামঃ চল বৃষ্টিতে ভিজি
সুরকারঃ এস আই টুটুল
গীতিকারঃ হুমায়ুন আহমেদ


যদি মন কাঁদে-
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়……
এসো ঝর ঝর বৃষ্টিতে
জল ভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায়

যদিও তখন আকাশ থাকবে বৈরি
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ছলকে ছলকে নাচিবে বিজলী আরো
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়……
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে

কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে
জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়……
যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়……

Posted: Monday, January 30, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)