SHIRONAMHIN
ফুলে ফুলে ঢলে ঢলে | Fule Fule Dhole Dhole - Shironamhin | Lyrics
#Song: Fule Fule
#Vocal: Tanzir Tuhin
#Lyric & Tune: Rabindranath Tagore
#Album: Shironamhin Rabindranath
#Band: Shironamhin
#Lyrics -
ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়
ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়
তটিণী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়
পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু গায়
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়
ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়
তটিণী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়
পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু গায়
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়
ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়
ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়
তটিণী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়
পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু গায়
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়
তটিণী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়
পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু গায়
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়
Shironamhin dedicated their 4th album "Rabindranath" to Rabindranath Tagore and Rabindra Sangeet.
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)