FUAD
কে বাঁশী বাজায় রে | Ke Bashi Bajay Re - Fuad ft. Anila | Lyrics
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে
মন কেনো নাচায় রে
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
ঐ বাঁশী কি বিষের বাঁশী
তবু কেনো ভালোবাসি
লগ্ন ভোরে আড়াল থেকে
দেখেছি পোড়া হাসি
সে যে হৃদয় কখন করলো হরণ
কিছুই জানি না
নাম ধরে সে ডাকে না যে
তবু কেনো মরি লাজে
মন যেনো আজ একা একা
বসে না কোন কাজে
সে যে চুপিসারে আমায় কেনো
দেখেও দেখে না
Posted: Monday, January 30, 2017
কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে
মন কেনো নাচায় রে
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
ঐ বাঁশী কি বিষের বাঁশী
তবু কেনো ভালোবাসি
লগ্ন ভোরে আড়াল থেকে
দেখেছি পোড়া হাসি
সে যে হৃদয় কখন করলো হরণ
কিছুই জানি না
নাম ধরে সে ডাকে না যে
তবু কেনো মরি লাজে
মন যেনো আজ একা একা
বসে না কোন কাজে
সে যে চুপিসারে আমায় কেনো
দেখেও দেখে না
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)