Khalid
হয়নি যাবার বেলা | Hoyni Jabar Bela - Khalid ft Prince Mahmud | Lyrics
#Song: Hoyni Jabar Bela
#Artist: Khalid
#Tune: Prince Mahmud
#Album: Dag Theke Jay
#Lyrics -
হয়নি যাবার বেলা
শুরুতেই সব কিছু
শেষ করে কেনো চলে গেছো
আমারও ছিল কিছু বলার
শুনতে না চেয়ে শুধু
নিজেকে নিয়েই তুমি আছো
কিছু কিছু ভুল থাকে মেনে নিতে হয়
জমিয়ে রাখলে আসে মনে সংশয়
অভিযোগ থাকলে তা লুকিয়ে রেখে
বিরহ বাড়াবে শুধু সত্যি থেকে
তোমারি চলে যাওয়ায় চাঁদ ডুবে গেছে
কিছুই রইলনা তো স্তব্ধতা আছে
তবু আশা ভুল সে তো ভাঙবে তোমার
আসবে ফিরে নিয়ে স্বপ্ন আবার
হয়নি যাবার বেলা
শুরুতেই সব কিছু
শেষ করে কেনো চলে গেছো
আমারও ছিল কিছু বলার
শুনতে না চেয়ে শুধু
নিজেকে নিয়েই তুমি আছো
Posted: Monday, January 30, 2017
শুরুতেই সব কিছু
শেষ করে কেনো চলে গেছো
আমারও ছিল কিছু বলার
শুনতে না চেয়ে শুধু
নিজেকে নিয়েই তুমি আছো
কিছু কিছু ভুল থাকে মেনে নিতে হয়
জমিয়ে রাখলে আসে মনে সংশয়
অভিযোগ থাকলে তা লুকিয়ে রেখে
বিরহ বাড়াবে শুধু সত্যি থেকে
তোমারি চলে যাওয়ায় চাঁদ ডুবে গেছে
কিছুই রইলনা তো স্তব্ধতা আছে
তবু আশা ভুল সে তো ভাঙবে তোমার
আসবে ফিরে নিয়ে স্বপ্ন আবার
হয়নি যাবার বেলা
শুরুতেই সব কিছু
শেষ করে কেনো চলে গেছো
আমারও ছিল কিছু বলার
শুনতে না চেয়ে শুধু
নিজেকে নিয়েই তুমি আছো
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)