Bappa Mazumder
চাঁদের শহরে | Chader Shohore - Bappa | Lyrics
চাঁদের শহরে কতবার গিয়েছি চলে
একটি বার দেখব বলে
কোন বাড়িটায় ঘুমাও তুমি
কোন বাড়িতে জ্বোনাক জ্বলে
এখনো কি ঘুমাও আমাকে ভেবে
শহুরে হাওয়ায় খোজো আমার জোছনাকে
কথার তোড়ে ফোটাও গোলাপ ডালে ডালে
একটি বার দেখব বলে
কোন বাড়িটায় ঘুমাও তুমি
কোন বাড়িতে জ্বোনাক জ্বলে
এখনো কি সুখের স্মৃতিতে হারাও
আড়ালে দুয়ার খুলে নিজের জন্য গাও
গানের মেঘে ঝরাও বৃষ্টি দু;খ ভুলে
একটি বার দেখব বলে
কোন বাড়িটায় ঘুমাও তুমি
কোন বাড়িতে জ্বোনাক জ্বলে
Posted: Friday, January 27, 2017
একটি বার দেখব বলে
কোন বাড়িটায় ঘুমাও তুমি
কোন বাড়িতে জ্বোনাক জ্বলে
এখনো কি ঘুমাও আমাকে ভেবে
শহুরে হাওয়ায় খোজো আমার জোছনাকে
কথার তোড়ে ফোটাও গোলাপ ডালে ডালে
একটি বার দেখব বলে
কোন বাড়িটায় ঘুমাও তুমি
কোন বাড়িতে জ্বোনাক জ্বলে
এখনো কি সুখের স্মৃতিতে হারাও
আড়ালে দুয়ার খুলে নিজের জন্য গাও
গানের মেঘে ঝরাও বৃষ্টি দু;খ ভুলে
একটি বার দেখব বলে
কোন বাড়িটায় ঘুমাও তুমি
কোন বাড়িতে জ্বোনাক জ্বলে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)