HABIB

পৃথিবীর যত সুখ | Prithibir Joto Shukh - Habib ft Nancy | Lyrics

পৃথিবীর যত সুখ যত ভালোবাসা
সবই যে তোমায় দেব একটাই আশা
তুমি ভুল যেও না আমাকে
আমি ভালোবাসি তোমাকে
দুয়ারে দাঁড়িয়ে দু বাহ বাড়িয়ে
সুখেতে জড়াব আমি

সেই সুখেরই ভেলায় ভেসে
স্বপ্ন ডানা মেলব হেসে
এক পলকে পৌছে যাব রূপকথার দেশে
তুমি ভুল যেও না আমাকে
আমি ভালোবাসি তোমাকে

রয়েছে এখনও এই বুকে লুকানো
রাত জাগা স্বপ্ন ঘুমিয়ে
মেঘেতে দাঁড়িয়ে আকাশে হারিয়ে
যতনে রেখো গো তুমি

সেই মেঘেরই আঁচল এনে
আমায় তুমি নাও গো টেনে
রং-তুলিতে আঁকব ঘর
রুপ কুমারীর দেশে

Posted: Friday, January 27, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)