FUAD
চুপি চুপি | Chupi Chupi - Fuad ft Mila | Lyrics
চুপি চুপি বল কেউ জেনে যাবে
জেনে যাবে কেউ জেনে যাবে
ভয় করি না আমি কোন কিছু
যদি তুমি আমি রই এক সাথে
যদি বউ সাজোগো
আরও সুন্দর লাগবে গো
যে যাই বলুক তুমি যে আমার
প্রেম করেছি ভয় কী গো তোমার
কেউ দেখবে ক্ষতি কী তাতে
কেউ জানবে যে জানে জানবে সে
না হয় ঘুম বরে না আঁখি পাতে
যদি তুমি আমি রই এক সাথে
চুপি চুপি বল কেউ জেনে যাবে
জেনে যাবে কেউ জেনে যাবে
তুমি যেখানে আমি সেখানে
সে কি জানোনা
একি বাঁধনে বাধা দুজনে
সে কি জানোনা
কথা নয় গো চোখে চোখে বলো
নইলে হবে সবই এলোমেলো
অবুঝমনা কিছু বোঝ না
কথা মান না রাখ ছলনা
আবার হবে দেখা কাল রাতে
যদি তুমি আমি রই এক সাথে
জেনে যাবে কেউ জেনে যাবে
ভয় করি না আমি কোন কিছু
যদি তুমি আমি রই এক সাথে
যদি বউ সাজোগো
আরও সুন্দর লাগবে গো
যে যাই বলুক তুমি যে আমার
প্রেম করেছি ভয় কী গো তোমার
কেউ দেখবে ক্ষতি কী তাতে
কেউ জানবে যে জানে জানবে সে
না হয় ঘুম বরে না আঁখি পাতে
যদি তুমি আমি রই এক সাথে
চুপি চুপি বল কেউ জেনে যাবে
জেনে যাবে কেউ জেনে যাবে
তুমি যেখানে আমি সেখানে
সে কি জানোনা
একি বাঁধনে বাধা দুজনে
সে কি জানোনা
কথা নয় গো চোখে চোখে বলো
নইলে হবে সবই এলোমেলো
অবুঝমনা কিছু বোঝ না
কথা মান না রাখ ছলনা
আবার হবে দেখা কাল রাতে
যদি তুমি আমি রই এক সাথে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)