HABIB

আমি তোমার মনের ভেতর | Ami Tomar Moner Vetor - Habib ft Nancy | Lyrics

আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালোবাসো
সেই কথাটা জানতে চাই
ভালোবাসার যত কথা
হৃদয় দিয়ে শুনতে চাই
তুমি শুধু আমার হবে
পৃথিবীকে বলতে চাই

এ হৃদয় জ্বলেছে এক জাদুর মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছ আমায় সারা দিবা রাতি
এ হৃদয় ফুটছে ফুল প্রেমের বারমাস
তুমি ফাগুন হয়ে রং ছোঁয়ালে
মনের নীল আকাশ

আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালোবাসো
সেই কথাটা জানতে চাই

এ প্রলয়ে অন্ধ হলাম প্রানের এলে তুমি 
দুঃখ এলে ভুলে যেও না বাচবো নাতো আমি
এ প্রনয়ে কথা দিলাম সুর্য চন্দ্র তারা 
সাক্ষী থেকো মরণ যেনো
হয়না তোমায় ছাড়া

আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালোবাসো
সেই কথাটা জানতে চাই
ভালোবাসার যত কথা
হৃদয় দিয়ে শুনতে চাই 
তুমি শুধু আমার হবে
পৃথিবীকে বলতে চাই

Posted: Saturday, January 28, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)