Rabindra Sangeet
আমারো পরানো যাহা চায় (Amaro Porano Jaha Chay) | Lyrics
আমারো পরানো যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমারো পরানো যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাইগো
আমারো পরানো যাহা চাই
তুমি সুখ যদি নাহি পাউ
যাও সুখেরও সন্ধানে যাও
আমি তোমারে পেয়েছি হৃদয়ও মাঝে
আর কিছু নাহি চায় গো
আমারো পরানো যাহা চায়
আমি তোমারো বিরহে রহিবো বিলীন
তোমাতে করিবো বাস
দীর্ঘ দিবসো দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস
যদি আর কারে ভালোবাসো
যদি আর ফিরে নাহি আসো
তবে তুমি যাহা চাও তাই যেনো পাউ
আমি যতো দুঃখ্য পাই গো
আমারো পরানো যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমারো পরানো যাহা চাই
তুমি তাই, তুমি তাই গো
আমারো পরানো যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাইগো
আমারো পরানো যাহা চাই
তুমি সুখ যদি নাহি পাউ
যাও সুখেরও সন্ধানে যাও
আমি তোমারে পেয়েছি হৃদয়ও মাঝে
আর কিছু নাহি চায় গো
আমারো পরানো যাহা চায়
আমি তোমারো বিরহে রহিবো বিলীন
তোমাতে করিবো বাস
দীর্ঘ দিবসো দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস
যদি আর কারে ভালোবাসো
যদি আর ফিরে নাহি আসো
তবে তুমি যাহা চাও তাই যেনো পাউ
আমি যতো দুঃখ্য পাই গো
আমারো পরানো যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমারো পরানো যাহা চাই
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
This is very nice bangla robindra song amaro porano jaha chay lyrics i like this song very much.
ReplyDelete