Shah Abdul Karim
কেনো পিরিতি বাড়াইলায়রে বন্ধু | Keno Piriti Baraylare Bondhu - Shah Abdul Karim | Lyrics
#Song: Keno Piriti Barailay Re Bondhu
#Lyrics & Tune: Shah Abdul Karim
কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু
ছেড়ে যাইবায় যদি
পাড়া-পড়শি বাদি আমার, বাদি কাল ননদী
মরম জ্বালা সইতে নারি দিবানিশি কাঁদি রে বন্ধু
ছেড়ে যাইবায় যদি
কারে কী বলিব আমি নিজেই অপরাধী
কেঁদে কেঁদে চোখের জলে বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবায় যদি
পাগল আবদুল করিম বলে হলো এ কী ব্যাধি?
তুমি বিনে এ ভুবনে কে আছে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবায় যদি
[ কালনীর ঢেউ | (বিচ্ছেদ) গান নং: ৯০ ]
- © শাহ আবদুল করিম রচনাসমগ্র -
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)