Tahsan
হঠাৎ এসেছিলে | Hotat Eshechile - Tahsan | Lyrics
হঠাৎ এসেছিলে চোখের আলোতে
হারিয়ে ফেলেছি এক ঝলকে
তবুও তুমি ছিলে চোখের কোণে
আগলে রেখেছি বড় যতনে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালোবাসা তো হয়না মনের বিপরীতে
এটাই কি প্রণয়ের অনুভূতি
তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি
হঠাৎ তোমার ছায়ায় আহ্বান
তাই ভুলে গেছি যা পিছুটান
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীত
মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেনো
তোমায় ঘিরে যে কত বেদনা
এসো না তুমি আঁধার ভুলে আলোতে
জড়িয়ে নিবো মায়ার চাদরে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালোবাসা তো হয়না মনের বিপরীতে
Posted: Saturday, January 28, 2017
হারিয়ে ফেলেছি এক ঝলকে
তবুও তুমি ছিলে চোখের কোণে
আগলে রেখেছি বড় যতনে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালোবাসা তো হয়না মনের বিপরীতে
এটাই কি প্রণয়ের অনুভূতি
তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি
হঠাৎ তোমার ছায়ায় আহ্বান
তাই ভুলে গেছি যা পিছুটান
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীত
মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেনো
তোমায় ঘিরে যে কত বেদনা
এসো না তুমি আঁধার ভুলে আলোতে
জড়িয়ে নিবো মায়ার চাদরে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালোবাসা তো হয়না মনের বিপরীতে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)