HABIB
এ সময় | E Shomoy - Habib | Lyrics
জানো কি আমার যত অভিমান
মেঘ ঢাকা ওই আকাশের সমান
জানো কি আমার যত অভিলাষ
সাত রংয়ে ওই রংধনু আকাশ
তুমি কাঁদলে যেন বৃষ্টি ঝরে
তোমার চোখের জলে
তুমি হাসলে যেন রোদ্র হাসে
এ সময় যায় বলে
ভালোবাসা এই তো বুঝি
এ সময় ভালোবাসার
হাত বাড়ালেই জানি তুমি আছো
ক্লান্ত সময় বিছানা হয়ে আছ
তুমি ছুঁয়ে দিলে তাই
এত মায়াময় লাগে
তুমি কাঁদলে যেন বৃষ্টি ঝরে
তোমার চোখের জলে
তুমি হাসলে যেন রোদ্র হাসে
এ সময় যায় বলে
ভালোবাসা এই তো বুঝি
এ সময় ভালোবাসার
দিন ফুরালেই জানি সন্ধ্যা নামে
তোমার আমার ভালোবাসার দামে
কাছে আসো বলে তাই
এত শিহরণ লাগে
তুমি কাঁদলে যেন বৃষ্টি ঝরে
তোমার চোখের জলে
তুমি হাসলে যেন রোদ্র হাসে
এ সময় যায় বলে
ভালোবাসা এই তো বুঝি
এ সময় ভালোবাসার
Posted: Saturday, January 28, 2017
মেঘ ঢাকা ওই আকাশের সমান
জানো কি আমার যত অভিলাষ
সাত রংয়ে ওই রংধনু আকাশ
তুমি কাঁদলে যেন বৃষ্টি ঝরে
তোমার চোখের জলে
তুমি হাসলে যেন রোদ্র হাসে
এ সময় যায় বলে
ভালোবাসা এই তো বুঝি
এ সময় ভালোবাসার
হাত বাড়ালেই জানি তুমি আছো
ক্লান্ত সময় বিছানা হয়ে আছ
তুমি ছুঁয়ে দিলে তাই
এত মায়াময় লাগে
তুমি কাঁদলে যেন বৃষ্টি ঝরে
তোমার চোখের জলে
তুমি হাসলে যেন রোদ্র হাসে
এ সময় যায় বলে
ভালোবাসা এই তো বুঝি
এ সময় ভালোবাসার
দিন ফুরালেই জানি সন্ধ্যা নামে
তোমার আমার ভালোবাসার দামে
কাছে আসো বলে তাই
এত শিহরণ লাগে
তুমি কাঁদলে যেন বৃষ্টি ঝরে
তোমার চোখের জলে
তুমি হাসলে যেন রোদ্র হাসে
এ সময় যায় বলে
ভালোবাসা এই তো বুঝি
এ সময় ভালোবাসার
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)