Bangla Natok Song
অজস্র কাব্য | Ojosro Kabbo - Piran Khan ft | Lyrics
অজস্র স্বপ্নের ভিরে
তোমায় দেখি আজ
আমার সমস্ত কল্পনা জুড়ে
তোমার বসবাস
অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা
অফুরন্ত ভালবাসা নিয়ে
তোমার অপেক্ষায় থাকা..
জানি তুমি ফিরে আর তাকাবেনা
নেই কোন পিছুটান
ফিরে আসবে তুমি আমার কাছে
কোন এক আহবানে..
ভালোবাসি তোমায় অবিরত
থাকতে চাই তোমার পাশে
ছায়ার মত হয়ে আরেকটি
বার ফিরে আসতে..
আজ তুমি নেই আমার পৃথিবীতে
তোমায় নিয়ে স্বপ্ন আমার বিপরীতে
নেই আমার পৃথিবীতে..
জানি তুমি ফিরে আর তাকাবেনা
নেই কোন পিছুটান
ফিরে আসবে তুমি আমার কাছে
কোন এক আহবানে..
চলে যদি যাবে চলে
কেনো এসেছিলে
যাচ্ছ চলে দূরে বহুদুরে..
যাচ্ছে ভেঙ্গে স্বপ্নগুলো ধীরে ধীরে
জানি তুমি ফিরে আর আসবেনা এই আমাতে..
তোমায় দেখি আজ
আমার সমস্ত কল্পনা জুড়ে
তোমার বসবাস
অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা
অফুরন্ত ভালবাসা নিয়ে
তোমার অপেক্ষায় থাকা..
জানি তুমি ফিরে আর তাকাবেনা
নেই কোন পিছুটান
ফিরে আসবে তুমি আমার কাছে
কোন এক আহবানে..
ভালোবাসি তোমায় অবিরত
থাকতে চাই তোমার পাশে
ছায়ার মত হয়ে আরেকটি
বার ফিরে আসতে..
আজ তুমি নেই আমার পৃথিবীতে
তোমায় নিয়ে স্বপ্ন আমার বিপরীতে
নেই আমার পৃথিবীতে..
জানি তুমি ফিরে আর তাকাবেনা
নেই কোন পিছুটান
ফিরে আসবে তুমি আমার কাছে
কোন এক আহবানে..
চলে যদি যাবে চলে
কেনো এসেছিলে
যাচ্ছ চলে দূরে বহুদুরে..
যাচ্ছে ভেঙ্গে স্বপ্নগুলো ধীরে ধীরে
জানি তুমি ফিরে আর আসবেনা এই আমাতে..
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
Onk sundor
ReplyDelete