NACHIKETA

একদিন স্বপ্নের দিন | Ekdin Shopner Din - Hotat Brishti | Lyrics

#Song: Ekdin Shopner Din
#Artist: Nachiketa, Shikha bosh
#Movie: Hotat Brishti

একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
সেই ভাবনায় ভাবে মনে হয়
দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে
আসে না ফাগুন, মনেতে আগুন
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায়
কাটে না আর দিন

একদিন হঠাৎ হাওয়া, থামিয়ে আসা যাওয়া
প্রশ্নের জাল বোনে, শুরু হয় চাওয়া পাওয়া
আজ শুধু পথ চাওয়া, বিরহের গান গাওয়া
ভাবনার নদী বুকে, উজানেতে তরী বাওয়া
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ ঘোর বর্ষা নামে

আসে না ফাগুন, মনেতে আগুন
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায়
কাটে না আর দিন

যদি এই পথ ধরে, আমার এ মনের ঘরে
চিঠি হয় অগোচরে, আসে কেউ চুপিসারে
চাঁদের ওই আলো হয়ে, আসো মোর ভাঙা ঘরে
দেখা যায়, যায় না ছোঁয়া, যেন গান চাপা স্বরে
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ ঘোর বর্ষা নামে
আসে না ফাগুন, মনেতে আগুন
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায়
কাটে না আর দিন

Posted: Friday, January 27, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)