Bangla Mixed Album
আজি গানের তালে | Aji Ganer Tale - Poroshpathor | Lyrics
আজি গানের তালে হৃদয় দোলে
মিঠে বাতাস যায়রে বয়ে
হলুদ ধানের দোদুল দোলায়
পিয়াসি মন দোলে
ওলো, সুজন আমার
ঘরে তবু আইলো না
এ পোড়া মনের
জ্বলন কেনো বুঝল না
ওই কোকিলাটার কুহু কুহু
কার লাগি গো বাজে
এই কালো মেয়ের এমন দিনে
মন লাগে না কাজে
ওই দূরে কোথাও রাখাল বাঁশী
পাগল হাওয়ায় ভাসে
ওলো, সুজন আমার
ঘরে তবু আইলো না
এ পোড়া মনের
জ্বলন কেনো বুঝল না
নাক সেজেছে নাকছাবিতে
কান সেজেছে দুলে
কালো কপালে কুম কুম আর
খোপার বাঁধন চুলে
পশ্চিম কোণে সূর্যি ডোবে
আন্ধারে মন কাঁদে
ওলো, সুজন আমার
ঘরে তবু আইলো না
এ পোড়া মনের
জ্বলন কেনো বুঝলো না
Posted: Friday, January 27, 2017
মিঠে বাতাস যায়রে বয়ে
হলুদ ধানের দোদুল দোলায়
পিয়াসি মন দোলে
ওলো, সুজন আমার
ঘরে তবু আইলো না
এ পোড়া মনের
জ্বলন কেনো বুঝল না
ওই কোকিলাটার কুহু কুহু
কার লাগি গো বাজে
এই কালো মেয়ের এমন দিনে
মন লাগে না কাজে
ওই দূরে কোথাও রাখাল বাঁশী
পাগল হাওয়ায় ভাসে
ওলো, সুজন আমার
ঘরে তবু আইলো না
এ পোড়া মনের
জ্বলন কেনো বুঝল না
কান সেজেছে দুলে
কালো কপালে কুম কুম আর
খোপার বাঁধন চুলে
পশ্চিম কোণে সূর্যি ডোবে
আন্ধারে মন কাঁদে
ওলো, সুজন আমার
ঘরে তবু আইলো না
এ পোড়া মনের
জ্বলন কেনো বুঝলো না
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)