FUAD

তুমি হীনা | Tumi Hina - Fuad ft. Simin | Lyrics

তুমি হীনা দুপুরে নগরীর গতিময়তা
অশান্ত এ দুচোখে যা দেখি অচেনা
সময় এসে চলে যায় ঘড়ির কাটাঁয় ব্যস্ততায়
তুমি আসবে বলে তাই পথ চেয়ে থাকি অস্থিরতায়

বলো তুমি এমন কেনো একবার দেখে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও

রোদজ্বালা এ দুপুরে অস্থির লাগে আমার এ মন
আবেগী এই মনে আজ মৌনতার আয়োজন
আলো ছায়ার মায়াতে মোহনীয় এই শূণ্যতা
তুমি আসবে বলে তাই হবে স্বপ্নীল সব পূর্ণতা

বলো তুমি এমন কেনো একবার দেখে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও

বিকেলের এ প্রহর কাটে না অপেক্ষায়
এ সময় থেমেছে তোমার ই শুন্যতা
তারাগুলো রাত জেগে তোমাকেই পথ দেখাবে
আমার এই প্রার্থনা কিভাবে তুমি ফেরাবে
তুমি যদি নাই আসো অপেক্ষা শেষ হবে না
তুমি যদি নাই আসো কখনো ভোর হবে না

বলো তুমি এমন কেনো একবার দেখে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও

Posted: Friday, January 27, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

1 মন্তব্য(গুলি)