Hemanta Mukherjee
এ পথ যদি না শেষ হয় | Ai Poth Jodi Na Sesh Hoy | Lyrics
#Song: Ei Path Jodi Na Shes Hoy
#Artist: Hemanta Mukherjee, Sandhya Mukherjee
#Movie: Saptapadi (1961)
#Lyrics -
এ পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলোতো
কোন রাখালের ওই ঘর ছাড়া বাঁশীতে,
সবুজের ওই দোল দোল হাসিতে
মন আমার মিশে গেলে বেশ হয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলোতো
নীল আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে,
এই গান যেন যায় আজ হারিয়ে
প্রাণে যদি এ গানের রেশ হয়
পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলোতো
এ পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো
তবে কেমন হতো তুমি বলোতো
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলোতো
কোন রাখালের ওই ঘর ছাড়া বাঁশীতে,
সবুজের ওই দোল দোল হাসিতে
মন আমার মিশে গেলে বেশ হয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলোতো
নীল আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে,
এই গান যেন যায় আজ হারিয়ে
প্রাণে যদি এ গানের রেশ হয়
পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলোতো
এ পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)