NACHIKETA
চল যাব তোকে নিয়ে | Chol Jabo Toke Niye - Nachiketa | Lyrics
#Song: Chol Jabo Toke Niye
#Artist: Nachiketa
#Album: Chol Jabo Toke Niye
চল যাব তোকে নিয়ে
এই নরকের অনেক দূরে
এই মিথ্যে কথার মেকী শহরের
সীমানা ছাড়িয়ে
এখানে মন মনে প্রেমের শরীরে
এখানে প্রেম ঘিরে গেছে হারিয়ে
আয়’রে আয়’রে আয় কে কে যাবি
দেখি কত দম্পতি হাসি মুখে বাস করে
শহরের ম্যানশন গুলায়
আর হাসি মাখা এই শহরই আমাকে ছাড়িয়ে
ঘরে নামিয়েছে পথের ধুলোয়
দেখি কত প্রেম ভালবাসা এক সাথে ওঠা বসা
মমতা হৃদয়েতে লুকোনো
তবু আমি কেন বসে আছি পথে একা একা
সুদয়নি কেউ একজনও
এখানে মন মনে প্রেমের শরীরে
এখানে প্রেম ঘিরে গেছে হারিয়ে
আয়'রে আয়'রে আয় কে কে যাবি
চল যাব তোকে নিয়ে
এই নরকের অনেক দূরে
এই মিথ্যে কথার মেকী শহরের
সীমানা ছাড়িয়ে
#Artist: Nachiketa
#Album: Chol Jabo Toke Niye
চল যাব তোকে নিয়ে
এই নরকের অনেক দূরে
এই মিথ্যে কথার মেকী শহরের
সীমানা ছাড়িয়ে
এখানে মন মনে প্রেমের শরীরে
এখানে প্রেম ঘিরে গেছে হারিয়ে
আয়’রে আয়’রে আয় কে কে যাবি
দেখি কত দম্পতি হাসি মুখে বাস করে
শহরের ম্যানশন গুলায়
আর হাসি মাখা এই শহরই আমাকে ছাড়িয়ে
ঘরে নামিয়েছে পথের ধুলোয়
দেখি কত প্রেম ভালবাসা এক সাথে ওঠা বসা
মমতা হৃদয়েতে লুকোনো
তবু আমি কেন বসে আছি পথে একা একা
সুদয়নি কেউ একজনও
এখানে মন মনে প্রেমের শরীরে
এখানে প্রেম ঘিরে গেছে হারিয়ে
আয়'রে আয়'রে আয় কে কে যাবি
চল যাব তোকে নিয়ে
এই নরকের অনেক দূরে
এই মিথ্যে কথার মেকী শহরের
সীমানা ছাড়িয়ে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)