Srikanto Acharya
কেনো দূরে থাকো | Keno Dure Thako - Srikanto Acharya | Lyrics
#Song: Keno Dure Thako
#Artist: Srikanto Acharya
#Album: Neel Dhrubatara
কেনো দূরে থাকো
শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো?
কেনো দূরে থাকো?
মনে হয় তবু বারে বারে
এই বুঝি এলে মোর দ্বারে
সে মধুর স্বপ্ন ভেঙ্গো নাকো
কেনো দূরে থাকো
শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো?
কেনো দূরে থাকো?
ভাবে মাধুরী সুরভী তার বিনায়ে
যাবে মধুপের সুরে সুর মিলায়ে
তোমারি ধ্যায়ানে ক্ষণে ক্ষণে
কত কথা জাগে মোর মনে
চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো
#Artist: Srikanto Acharya
#Album: Neel Dhrubatara
কেনো দূরে থাকো
শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো?
কেনো দূরে থাকো?
মনে হয় তবু বারে বারে
এই বুঝি এলে মোর দ্বারে
সে মধুর স্বপ্ন ভেঙ্গো নাকো
কেনো দূরে থাকো
শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো?
কেনো দূরে থাকো?
ভাবে মাধুরী সুরভী তার বিনায়ে
যাবে মধুপের সুরে সুর মিলায়ে
তোমারি ধ্যায়ানে ক্ষণে ক্ষণে
কত কথা জাগে মোর মনে
চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)