Rabindra Sangeet
একটুকু ছোঁয়া লাগে | Ektuku Choya Lage | Lyrics
একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে, রচি মম ফাল্গুনি
একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি
কিছু পলাশের নেশা কিছু বা চাঁপায় মেশা
তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি
রচি মম ফাল্গুনি-
একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে
যেটুকু যায়রে দূরে ভাবনা কাঁপায় সুরে
তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি
রচি মম ফাল্গুনি-
একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে, রচি মম ফাল্গুনি
তাই দিয়ে মনে মনে, রচি মম ফাল্গুনি
একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি
কিছু পলাশের নেশা কিছু বা চাঁপায় মেশা
তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি
রচি মম ফাল্গুনি-
একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে
যেটুকু যায়রে দূরে ভাবনা কাঁপায় সুরে
তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি
রচি মম ফাল্গুনি-
একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে, রচি মম ফাল্গুনি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)