Rabindra Sangeet
আমি চিনি গো চিনি তোমারে | Ami Chini Go Chini Tomare | Lyrics
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধু পারে ওগো বিদেশিনী
তোমায় দেখেছি শারদ প্রাতে
তোমায় দেখেছি মাধবী রাতে
তোমায় দেখেছি হৃদ মাঝারে ওগো বিদেশিনী
আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান
আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী
ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে
আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধু পারে ওগো বিদেশিনী
তোমায় দেখেছি শারদ প্রাতে
তোমায় দেখেছি মাধবী রাতে
তোমায় দেখেছি হৃদ মাঝারে ওগো বিদেশিনী
আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান
আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী
ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে
আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)