Topu
বন্ধু ভাবো কি | Bondhu Vabo Ki - Topu | Lyrics
মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি
কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি
নাকি ভেবে নেবো আজও তুমি আমায় চেনো নি
ভালো লাগে না, তোমায় একথা বলেছি বার বার
তোমার মন ভেঙে যাবে ভেবে এসেছিলাম আমি আবার
সবই ছিলো ভালোবাসা বুঝলেনা বুঝলেনা
বুঝতে যদি দেখতে আমায় লাগছে অচেনা
হাসছি আমি বলছি কথা, ভাবছো দেখি না তোমায়
তুমি আমার হৃদয়ে আর দূর থেকে তাকিয়ে দেখায়
ক্ষণিকের বন্ধুরা যখন আর থাকবেনা
খুঁজে দেখো পাবে আমায় আমি সেই চির চেনা
তুমি আমি দিয়েছি পাড়ি দুজনে এপার ওপার
সবই আমার স্বপ্ন আর সুখের ছবি কল্পনার
জানি তুমি আমায় এখনো চিনতে পার নি
ভালোবেসে ডাকবে যখন, আসবো তখনি
মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি
কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটু খানি বেশী
নাকি ভেবে নেবো আজও তুমি আমায় চেনোনি
কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি
নাকি ভেবে নেবো আজও তুমি আমায় চেনো নি
ভালো লাগে না, তোমায় একথা বলেছি বার বার
তোমার মন ভেঙে যাবে ভেবে এসেছিলাম আমি আবার
সবই ছিলো ভালোবাসা বুঝলেনা বুঝলেনা
বুঝতে যদি দেখতে আমায় লাগছে অচেনা
হাসছি আমি বলছি কথা, ভাবছো দেখি না তোমায়
তুমি আমার হৃদয়ে আর দূর থেকে তাকিয়ে দেখায়
ক্ষণিকের বন্ধুরা যখন আর থাকবেনা
খুঁজে দেখো পাবে আমায় আমি সেই চির চেনা
তুমি আমি দিয়েছি পাড়ি দুজনে এপার ওপার
সবই আমার স্বপ্ন আর সুখের ছবি কল্পনার
জানি তুমি আমায় এখনো চিনতে পার নি
ভালোবেসে ডাকবে যখন, আসবো তখনি
মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি
কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটু খানি বেশী
নাকি ভেবে নেবো আজও তুমি আমায় চেনোনি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)