FUAD
বৃষ্টি নাচে তালে তালে | Brishti Nache Tale Tale - Fuad ft. Mila | Lyrics
আমাকে কিভাবে তুমি বুঝাবে আবার
তুমি যে মিশে আছো আমায়
আমার দু'চোখের পাতায় প্রতিটি স্বপ্ন জুড়ে
আমার হাসিতে মায়ায়
বৃষ্টি নাচে তালে তালে আমার আঙ্গিনায়
তোমাকেই দেখবো বলে খোলা জানালায়
নি:স্ব এ রাত্রি কাটে তোমার প্রতিক্ষায়
তোমাকেই দেখবো বলে খোলা জানালায়
বৃষ্টি নাচে তালে তালে আমার আঙ্গিনায়
তোমাকেই দেখবো বলে
রেখেছি খোলা এ জানালা
তোমাকে কি করে বলো বুঝাবো আমায়
তোমাকে খুঁজে পাই আমি আমায়
তোমার দুচোখের পাতায় প্রজাপতির ডানায়
প্রতিটি স্পর্শে আমি তোমার ছায়ায়
বৃষ্টি নাচে তালে তালে আমার আঙ্গিনায়
তোমাকেই দেখবো বলে
রেখেছি খোলা এ জানালা
মিথ্যের এ আবরণে মনটা রেখো না বেঁধে
আমি তোমার সত্যের প্রতিমা
Posted: Thursday, February 2, 2017
তুমি যে মিশে আছো আমায়
আমার দু'চোখের পাতায় প্রতিটি স্বপ্ন জুড়ে
আমার হাসিতে মায়ায়
বৃষ্টি নাচে তালে তালে আমার আঙ্গিনায়
তোমাকেই দেখবো বলে খোলা জানালায়
নি:স্ব এ রাত্রি কাটে তোমার প্রতিক্ষায়
তোমাকেই দেখবো বলে খোলা জানালায়
বৃষ্টি নাচে তালে তালে আমার আঙ্গিনায়
তোমাকেই দেখবো বলে
রেখেছি খোলা এ জানালা
তোমাকে কি করে বলো বুঝাবো আমায়
তোমাকে খুঁজে পাই আমি আমায়
তোমার দুচোখের পাতায় প্রজাপতির ডানায়
প্রতিটি স্পর্শে আমি তোমার ছায়ায়
বৃষ্টি নাচে তালে তালে আমার আঙ্গিনায়
তোমাকেই দেখবো বলে
রেখেছি খোলা এ জানালা
মিথ্যের এ আবরণে মনটা রেখো না বেঁধে
আমি তোমার সত্যের প্রতিমা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)