Khalid

কোন কারনেই | Kono Karonei - Khalid ft Prince Manhmud | Lyrics

#Song: Kono Karonei 
#Artist: Khalid 
#Lyrics & Tune: Prince Mahmud 
#Album: Ekhono Du'chokhe Bonna 
#Lyrics - 

কোনো কারনেই 
কোনো কারনেই ফেরানো গেলোনা তাকে
ফেরানো গেলোনা কিছুতেই
কোনো বাঁধনেই 
কোনো বাঁধনেই বাঁধাতো গেলোনা তাকে
বাঁধাতো গেলোনা কিছুতেই

সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেলো নিমিষেই

কোনো কারনেই 
কোনো কারনেই ফেরানো গেলোনা তাকে
ফেরানো গেলোনা কিছুতেই

কি কারন যায় নি সে বলে
কি ভুল আমি করেছি ভুলে
অজস্রবার আমি ক্ষমা
চেয়েছি নিজে জ্বলে

সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেলো নিমিষেই
কোনো কারনেই 
কোনো কারনেই ফেরানো গেলোনা তাকে
ফেরানো গেলোনা কিছুতেই

নিশ্মীম আঁধারে পথ চলা
নিজের সাথে কথা বলা
বিষন্নতায় বন্ধু যখন চেতনাতে

Posted: Saturday, February 4, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)