Khalid
আকাশ নীলা | Akash Nila | - Khalid ft Prince Mahmud | Lyrics
#Song: Akash Nila
#Artist: Khalid
#Album: Sesh Dekha
#Lyrics & Tune: Prince Mahmud
#Lyrics -
আকাশ নীলা তুমি বলো কিভাবে
আমার শূণ্য মনে সুখ ছড়াবে
এমন করে কি তবে ভেবেছ আগে
ভালোবাসা দিয়ে শুধু ভুল ভাঙ্গাবে
আমার শূণ্য মনে সুখ ছড়াবে
এমন করে কি তবে ভেবেছ আগে
ভালোবাসা দিয়ে শুধু ভুল ভাঙ্গাবে
কথা দাও, কথা দাও
কথা দাও বুঝবে আমায়
কথা দাও, কথা দাও
কথা দাও আজীবন আমার'ই রবে
খুঁজতে, যদি আজ খুঁজতে বুঝতে
তবে এ মন বুঝতে
জীবনে কত যে দুঃখ লুকানো
তুমি তা জানতে চেয়ো না
কত সে নির্মম বেদনা
কথা দাও, কথা দাও
কথা দাও বুঝবে আমায়
কথা দাও, কথা দাও
কথা দাও আজীবন আমার'ই রবে
জানতে, যদি একটু জানতে
কি ক্ষত বুকে আমার, মানতে
লুকানো ব্যাথা হাসির আড়ালে
তুমি তা জানতে চেয়ো না
কত সে নির্মম বেদনা
কথা দাও বুঝবে আমায়
কথা দাও, কথা দাও
কথা দাও আজীবন আমার'ই রবে
জানতে, যদি একটু জানতে
কি ক্ষত বুকে আমার, মানতে
লুকানো ব্যাথা হাসির আড়ালে
তুমি তা জানতে চেয়ো না
কত সে নির্মম বেদনা
কথা দাও, কথা দাও
কথা দাও বুঝবে আমায়
কথা দাও, কথা দাও
কথা দাও আজীবন আমার'ই রবে
Posted: Saturday, February 4, 2017
কথা দাও বুঝবে আমায়
কথা দাও, কথা দাও
কথা দাও আজীবন আমার'ই রবে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)