Khalid
আবার দেখা হবে | Abar Dekha Hobe - Khalid ft Prince Mahmud | Lyrics
#Song: Abar Dekha Hobe
#Artist: Khalid
#Tune: Prince Mahmud
#Album: Khoma
#Lyrics -
বোঝাতে কি পেরেছি তোমাকে যে তা
বিরহে নিহিত সেই শোক বার্তা
যখন আমি থাকব না তোমার কাছে
আমায় পাবে গীতি কবিতা মাঝে
যাবার বেলায় শুধু সান্তনা নয় কান্না
বিরহে নিহিত সেই শোক বার্তা
যখন আমি থাকব না তোমার কাছে
আমায় পাবে গীতি কবিতা মাঝে
যাবার বেলায় শুধু সান্তনা নয় কান্না
আবার দেখা হবে, এখনি শেষ দেখা নয়
আবার কথা হবে, এখনি শেষ কথা নয়
অশ্রু মুছে তুমি তাকাবে
মনকে আলোকিত করবে
তোমার অশ্রু আমায় দুর্বল করে দেয়
আবার দেখা হবে, এখনি শেষ দেখা নয়
আবার কথা হবে, এখনি শেষ কথা নয়
হৃদয়ের না বলা কথা
সে আমার না লেখা বার্তা
মেঘকে দূত করে পাঠাব কখনো তোমায়
আবার দেখা হবে, এখনি শেষ দেখা নয়
আবার কথা হবে, এখনি শেষ কথা নয়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)