Khalid
যতটা মেঘ হলে | Jotota Megh Hole - Khalid ft Prince Mahmud | Lyrics
#Song: Jotota Megh Hole
#Artist: Khalid
#Lyricist: Latiful Islam Shibli
#Tune & Music: Prince Mahmud
#Album: Ek Tukro Chad
#Lyrics -
যতটা মেঘ হলে বৃষ্টি নামে..
ততটা মেঘ বুকে রেখেছি পুষে..
কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো?
তুমি জানলেনা, জানতেও চাওনি..
তুমি বুঝলেনা, বুঝতেও চাওনি..
একটা মানুষ কত সয়ে বাঁচতে পারে..
একটা হৃদয় কত পুড়ে জ্বলতে পারে..
যতটা তাপ পেলে হৃদয় গলে..
ততটা আগুন আমি রেখেছি জ্বেলে..
কিভাবে আমায় তুমি পোড়াবে বলো?
তুমি বুঝলেনা, বুঝতেও চাওনি..
তুমি জানলেনা, জানতেও চাওনি..
একটা পথ কত দূর যেতে পারে..
একটা জীবন কতটা টানতে পারে..
যতটা মেঘ হলে বৃষ্টি নামে..
ততটা মেঘ বুকে রেখেছি পুষে..
কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো?
ততটা মেঘ বুকে রেখেছি পুষে..
কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো?
তুমি জানলেনা, জানতেও চাওনি..
তুমি বুঝলেনা, বুঝতেও চাওনি..
একটা মানুষ কত সয়ে বাঁচতে পারে..
একটা হৃদয় কত পুড়ে জ্বলতে পারে..
যতটা তাপ পেলে হৃদয় গলে..
ততটা আগুন আমি রেখেছি জ্বেলে..
কিভাবে আমায় তুমি পোড়াবে বলো?
তুমি বুঝলেনা, বুঝতেও চাওনি..
তুমি জানলেনা, জানতেও চাওনি..
একটা পথ কত দূর যেতে পারে..
একটা জীবন কতটা টানতে পারে..
যতটা মেঘ হলে বৃষ্টি নামে..
ততটা মেঘ বুকে রেখেছি পুষে..
কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো?
Posted: Saturday, February 4, 2017
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)