Khalid

যদি হিমালয় হয়ে | Jodi Himaloy Hoye - Khalid ft Prince Mahmud | Lyrics

#Song: Himaloy 
#Artist: Khalid 
#Album: Devi 
#Lyrics & Tune: Prince Mahmud 
#Lyrics - 

যদি হিমালয় হয়ে দুঃখ আসে
এ হৃদয়ে সে কিছু নয়
শত আঘাতেও নিঃস্ব যে আজ
তার আবার, হারানোর ভয়
কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি অতীতের কথা
জানতেও পারবে না কেউ তা

প্রশ্ন করো না কেনো হৃদয় দুঃখের হিমালয়
প্রশ্ন করো না ভিসুভিয়াস এ বুকে কেনো জ্বলে রয়
বেহাগের সুরে সুখ গিয়ে দূরে আসে অশুভ বারতা

কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি অতীতের কথা
জানতেও পারবে না কেউ তা

দল বেঁধে সব দুঃখ আসে মৌন প্রেমের সর্বনাশে
ভোরের শিশির শুকোবে জেনেই তপ্ত রোদ হাসে
বেহাগের সুরে সুখ গিয়ে দূরে আনে অশুভ বারতা

কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি অতীতের কথা
জানতেও পারবে না কেউ তা

খালিদের আরও কিছু গানের লিরিক্সঃ

Posted: Monday, July 29, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)