Mixed Mp3 Songs
কানার হাট বাজার | Kanar Hat Bazar | Lyrics
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার
এক কানা কয় আর এক কানারে
চলো এবার ভব পাড়ে
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারে বার
এসব দেখি কানার হাট বাজার
পণ্ডিত কানা অহংকারে
সাধু কানা অন বিচারে
পণ্ডিত কানা অহংকারে
মোড়ল কানা চোগলখোরে
আন্দাজে এক খুঁটি গেড়ে
জানে না সীমানা কার
এসব দেখি কানার হাট বাজার
কানায় কানায় উলামিলা
বোবাতে খায় রসগোল্লা গো
আবার লালন বলে মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার
এসব দেখি কানার হাট বাজার
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার
Posted: Saturday, July 27, 2019
আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার
এক কানা কয় আর এক কানারে
চলো এবার ভব পাড়ে
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারে বার
এসব দেখি কানার হাট বাজার
পণ্ডিত কানা অহংকারে
সাধু কানা অন বিচারে
পণ্ডিত কানা অহংকারে
মোড়ল কানা চোগলখোরে
আন্দাজে এক খুঁটি গেড়ে
জানে না সীমানা কার
এসব দেখি কানার হাট বাজার
কানায় কানায় উলামিলা
বোবাতে খায় রসগোল্লা গো
আবার লালন বলে মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার
এসব দেখি কানার হাট বাজার
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)