Tahsan
মেঘের পরে | Megher Pore - Tahsan | lyrics
#Song: Megher Pore
#Artist: Tahsan
#Album: Mon Foring Er Golpo [Natok]
#Lyrics -
বুঝিনি এত টুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কত মায়াতে
বুঝতে দাও নি কেন আমাকে
সাজিয়েছ যা হৃদয়ে
ছায়া হয়ে ছিলে পাশে
বলো কি করে যাব তোমায় রেখে
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কত মায়াতে
আবেগী এ মনে তোমাকে
আজ চেয়েছি দু'চোখ মেলে
এখানে যা ছিলো অজানা
বলো নি কেন প্রাণ খুলে
হো আবেগী এ মনে তোমাকে
আজ চেয়েছি দু'চোখ মেলে
এখানে যা ছিলো অজানা
বলো নি কেন প্রাণ খুলে
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কত মায়াতে
বুঝিনি এত টুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কত মায়াতে
Posted: Monday, July 29, 2019
#Artist: Tahsan
#Album: Mon Foring Er Golpo [Natok]
#Lyrics -
বুঝিনি এত টুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কত মায়াতে
বুঝতে দাও নি কেন আমাকে
সাজিয়েছ যা হৃদয়ে
ছায়া হয়ে ছিলে পাশে
বলো কি করে যাব তোমায় রেখে
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কত মায়াতে
আবেগী এ মনে তোমাকে
আজ চেয়েছি দু'চোখ মেলে
এখানে যা ছিলো অজানা
বলো নি কেন প্রাণ খুলে
হো আবেগী এ মনে তোমাকে
আজ চেয়েছি দু'চোখ মেলে
এখানে যা ছিলো অজানা
বলো নি কেন প্রাণ খুলে
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কত মায়াতে
বুঝিনি এত টুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কত মায়াতে
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
Nice song
ReplyDelete