Khalid

নেই তুমি | Nei Tumi - Khalid | Lyrics

#Song: Nei Tumi 
#Artsit: Khalid 
#Album: Nei Tumi 
#Lyrics - 

- নেই তুমি | লিরিক্স - 

ভুলাতো যাবে না সেই স্মৃতিগুলো
কেনো আজ এই জীবন বড় এলোমেলো
কিভাবে কি নিয়ে কাটাবো জীবন
নেই তুমি, নেই তুমি

কতদিন কেটে গেছে কিছু ভুলিনি
কত রাত নির্ঘুম কিছু ভুলিনি
শহরের এই কোলাহল
চোখে জল টলমল
নেই তুমি, নেই তুমি

সীমহান শুন্যতা জীবনে আমার
চারিদিকে এত আলো তবুও আঁধার
কেনো তবে বেঁচে থাকা
সবি হবে মরীচিকা
নেই তুমি, নেই তুমি

সরলতার প্রতিমা এ্যালবামের আরও কিছু গানের লিরিক্সঃ

Posted: Friday, February 17, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)