Mixed - Band
অবস্থান | Obosthan - by Eather | Lyrics
#Song: Obosthan
#Band: Highway
#Lyrics -
তুমি সাইকেল চালানো শিখবে তাই-
আমি আজো সাইকেলে ঘুরে বেড়াই-
শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলেনা..
তুমি কবিতাগুলো পড়বে তাই আমি-
আজো রাত জেগে ছন্দ সাজাই-
রাত শেষে শুধু ভোর ফিরে আসে না..
আমি তোমাকে বুঝিয়ে দেবোই তাই-
ব্যাগে আজো রাখি ফিজিক্স বই-
শুধু তুমি নেই তাই বইটা খুলি না..
তুমি ছুঁড়ে ফেলে দিবে এই ভয়ে-
আমি সিগারেট আজো লুকিয়ে শুধু-
এখনতো কেউ বারণ আর করে না..
তুমি এতো সহজে ভুলতে পারো-
অন্য কাউকে জড়িয়ে ধরো-
আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা..
আজ অবাক লাগে তোমায় দেখে-
আমায় আজ তোমার অচেনা লাগে-
এতো ভালো অভিনয় কেনো জানিনা..
তুমি চশমাটা খুলে রাখবে তাই-
আমি আজো ভুল করে পেছনে তাকাই-
শুধু কালো ওই চোখ দুটো দেখিনা..
আমি আজো আনমনে হারিয়ে যাই-
তাই ভুল করে এই হাতটা বাড়াই-
শুধু তোমার কোমল ছোঁয়া মেলেনা..
তুমি লিখবে আমায় এই ভেবে আমি-
আজো করি অপেক্ষা তবে-
অপেক্ষার শেষ কবে জানিনা..
তুমি ভাবনা আজ আমায় নিয়ে আমি-
স্মৃতিগুলকেই জড়িয়ে শুধু-
নতুন করে স্বপ্ন দেখিনা..
তুমি এতো সহজে ভুলতে পারো-
অন্য কাউকে জড়িয়ে ধরো-
আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা..
আজ অবাক লাগে তোমায় দেখে-
আমায় আজ তোমার অচেনা লাগে-
এতো ভালো অভিনয় কেনো জানিনা..
তুমি এতো সহজে ভুলতে পারো..
আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা..
অচেনা তুমি কিভাবে করো চেনা ওই মুখটাকে-
অবাক লাগে কি বিবেক তোমার..
তুমি ভাবনা আজ আমায় নিয়ে আমি-
স্মৃতিগুলকেই জড়িয়ে শুধু-
নতুন করে.....
আরও পড়ুনঃ
Posted: Saturday, February 11, 2017
- ল্যাপটপের ব্যাটারি ওভারহিট, কম ব্যাকআপ থেকে বাঁচার উপায় | সমাধান
- ফেসবুক আইডি হ্যাক বা লক হওয়া থেকে বাঁচার উপায় | জিমেইল সহ
- পাহাড় ঘেরা টেকেরঘাট নিলাদ্রি বারিক্কাটিলা | টাঙ্গুয়ার হাওড় ভ্রমন
- প্রতিদিন ডিম খেলেই মিলবে যে কয়টি রোগ থেকে মুক্তি | অসাধারন উপকার
- Blue Skies, Green Waters, Red Earth [2013] | মালায়ালাম মুভি রিভিউ
- বাংলা সাহিত্যে প্রথম যা যা | পড়াশোনা
Post By: FarhaN Fahidur Rahim
5 মন্তব্য(গুলি)
অস্থির
ReplyDeleteইশ! 🔥🔥🔥
ReplyDeleteOnk valo lagse vai...
ReplyDeleteKhub sundor
ReplyDeleteঅসম্ভব প্রিয় একটা গান
ReplyDelete