NONTA BISKUT
অলস প্রহর | Olosh Prohor - Nonta Biskut | Lyrics
#Song: Olosh Prohor
#Artist: Ishtiaq
#Album: Tor E Shohore
#Band: Nonta Biskut
#Lyrics -
লিরিক্সঃ
আকাশের নেই চাঁদ
ঘড়ের দেয়াল দেখে
কাটাই রাত আর ঘুম আসেনা
নিষ্ঠুর পৃথিবীতে
কেউ থাকেনা পাশে আমার
আনমনে অগোচরে অবুঝ খেয়াল
বারে বারে আমায় শুধু প্রশ্ন করে
রাত শেষে আর কখনও কি ভোর হবেনা
আঁধার কালো রাত্রির শেষে
ভোর হলেই আমি স্বপ্ন দেখি যে
অর্ধেক আকাশ পৃথিবীর
আর অর্ধেক তোমার আমার
সাদা কালো স্বপ্নের মাঝে আমি খুঁজে যাই
তোমার আমার নতুন ঠিকানায়
বারে বারে ডাকছে আমায়
আমি কোথায় যে হারিয়ে যাই
শত ভীরের মাঝেও আমি শুনতে পাই
তোমার কোমল কন্ঠস্বর
একবার চেয়ে দেখো
আমি আনমনে খুঁজছি তোমায়
শুকনো ফুলটা আজ বইয়ের পাতায়
মাঝে মাঝে আমার চোখে অশ্রু ঝড়ায়
অলস প্রহর যেন থমকে থাকে ঘড়ির কাটায়
হঠাত ব্যস্ত হয় পুরোনো ছবির দল
ঘুমানো স্বপ্নগুলো বলছে যাবি চল
অসহায় আমি চেয়ে থাকি নিরবতায়
সাদা কালো স্বপ্নের মাঝে আমি খুঁজে যাই
তোমার আমার নতুন ঠিকানায়
বারে বারে ডাকছে আমায়
আমি কোথায় যে হারিয়ে যাই
শত ভীরের মাঝেও আমি শুনতে পাই
তোমার কোমল কন্ঠস্বর
একবার চেয়ে দেখো
আমি আনমনে খুঁজছি তোমায়
হঠাত ব্যস্ত হয় পুরোনো ছবির দল
ঘুমানো স্বপ্নগুলো বলছে যাবি চল
অসহায় আমি চেয়ে থাকি নিরবতায়
শত ভীরের মাঝেও আমি শুনতে পাই
তোমার কোমল কন্ঠস্বর
একবার চেয়ে দেখো
আমি আনমনে খুঁজছি তোমায়
আকাশের নেই চাঁদ
ঘড়ের দেয়াল দেখে
কাটাই রাত আর ঘুম আসেনা
নিষ্ঠুর পৃথিবীতে
কেউ থাকেনা পাশে আমার
আনমনে অগোচরে অবুঝ খেয়াল
বারে বারে আমায় শুধু প্রশ্ন করে
রাত শেষে আর কখনও কি ভোর হবেনা
আঁধার কালো রাত্রির শেষে
ভোর হলেই আমি স্বপ্ন দেখি যে
অর্ধেক আকাশ পৃথিবীর
আর অর্ধেক তোমার আমার
সাদা কালো স্বপ্নের মাঝে আমি খুঁজে যাই
তোমার আমার নতুন ঠিকানায়
বারে বারে ডাকছে আমায়
আমি কোথায় যে হারিয়ে যাই
শত ভীরের মাঝেও আমি শুনতে পাই
তোমার কোমল কন্ঠস্বর
একবার চেয়ে দেখো
আমি আনমনে খুঁজছি তোমায়
শুকনো ফুলটা আজ বইয়ের পাতায়
মাঝে মাঝে আমার চোখে অশ্রু ঝড়ায়
অলস প্রহর যেন থমকে থাকে ঘড়ির কাটায়
হঠাত ব্যস্ত হয় পুরোনো ছবির দল
ঘুমানো স্বপ্নগুলো বলছে যাবি চল
অসহায় আমি চেয়ে থাকি নিরবতায়
সাদা কালো স্বপ্নের মাঝে আমি খুঁজে যাই
তোমার আমার নতুন ঠিকানায়
বারে বারে ডাকছে আমায়
আমি কোথায় যে হারিয়ে যাই
শত ভীরের মাঝেও আমি শুনতে পাই
তোমার কোমল কন্ঠস্বর
একবার চেয়ে দেখো
আমি আনমনে খুঁজছি তোমায়
হঠাত ব্যস্ত হয় পুরোনো ছবির দল
ঘুমানো স্বপ্নগুলো বলছে যাবি চল
অসহায় আমি চেয়ে থাকি নিরবতায়
শত ভীরের মাঝেও আমি শুনতে পাই
তোমার কোমল কন্ঠস্বর
একবার চেয়ে দেখো
আমি আনমনে খুঁজছি তোমায়
Nonta Biskut ব্যান্ডের বাকিসব গানের লিরিক্সঃ
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)