NONTA BISKUT
পৃথিবী সুন্দর | Prithibi Shundor - Nonta Biskut | Lyrics
লিরিক্সঃ
উড়ে যাবে সুখ চেয়ে রবো
হয় তো না পাবো হয় তো পাবো
ভাঙ্গা কিছু স্বপ্ন নিয়ে বেছে রবো
কখনো বা প্রতিবাদ কখনো চুপসে রবো
আমার ছোট নদী
আমার ভাঙ্গা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর
চলে যাবো দূরে ওই দূর অজানায়
আঁধারে হারাবো সুর মোহনায়
লুকিয়ে রব কোন এক শ্যামল মায়ায়
সবুজেরই সীমানায়
কাক ডাকা ভোর স্বপ্নে বিভোর
নির্ঘুম অবুঝ বাতাস
জোনাকির দল দল বেধে চল
আধারে হবে বসবাস
আমার ছোট নদী
আমার ভাঙ্গা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর
সহস্র রাত আর দক্ষিণা বাতাস
করলো মাতাল আবার
তেপান্তরের ওই মাঠ পেরিয়ে
আধারে হবে বসবাস
আমার ছোট নদী
আমার ভাঙ্গা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর
উড়ে যাবে সুখ চেয়ে রবো
হয় তো না পাবো হয় তো পাবো
ভাঙ্গা কিছু স্বপ্ন নিয়ে বেছে রবো
কখনো বা প্রতিবাদ কখনো চুপসে রবো
আমার ছোট নদী
আমার ভাঙ্গা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর
চলে যাবো দূরে ওই দূর অজানায়
আঁধারে হারাবো সুর মোহনায়
লুকিয়ে রব কোন এক শ্যামল মায়ায়
সবুজেরই সীমানায়
কাক ডাকা ভোর স্বপ্নে বিভোর
নির্ঘুম অবুঝ বাতাস
জোনাকির দল দল বেধে চল
আধারে হবে বসবাস
আমার ছোট নদী
আমার ভাঙ্গা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর
সহস্র রাত আর দক্ষিণা বাতাস
করলো মাতাল আবার
তেপান্তরের ওই মাঠ পেরিয়ে
আধারে হবে বসবাস
আমার ছোট নদী
আমার ভাঙ্গা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর
- Olosh Porhor by Nonta Biskut | Lyrics
- Poradhin by Nonta Biskut | Lyrics
- Tor Ei Shohore by Nonta Biskut | Lyrics
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)