NONTA BISKUT

পরাধীন | Poradhin - Nonta Biskut | Lyrics

লিরিক্সঃ

ভর দুপুরে রোদের মাঝে
ছায়ার সাথে অবিরাম
পা মিলিয়ে অজানায়...
ভিরের মাঝে পাই যে খুঁজে
নিজের ভিতর নিজের
অস্ত্বিত্বের অবদান...

যেমন খুশি তেমন সাঁজতে গিয়ে
খুশির অভিনয় করেই সুখি সুখি ভাব...
আলোর কাছে গিয়ে অন্ধকারটা
হারিয়ে ফেলি অদ্ভূত সব কল্পনায়...

তবু আমি আজো আটকে ছাঁয়ার মাঝে
কিশোরীর ঘরে হাতে আঁকা জানলাতে
লেখকের অপ্রকাশিত গ্রন্থের মতো
আমিই পরাধীন...

কল্পনারি মঞ্চে অবিরত জ্বয়ধ্বনীতে
ভুলে থাকি পরাজয়...
আশির্বাদ আর যত
সামাজিক উদভ্রান্ত ধারণা
জীবন ছাঁয়াময়...
আমিতো আমারি মাঝে
হারিয়ে আছি খুঁজেও দেখিনা...
চিলেকোঠার ঐ জানালা দিয়ে
তাকিয়ে দেখি সব নীল জোঁছনা...

তবু আমি আজো আটকে আমার মাঝে
কিশোরীর ঘরে ধুঁলো মাখা আয়নাতে
কোন রাতে ভেঙ্গে যাওয়া সুখ স্বপ্নের মতো
আমিই পরাধীন...

আমিতো শুধু ইচ্ছে ছিলাম স্বাধীন হতে
তবু আমি আজো আটকে ছাঁয়ার মাঝে
কিশোরীর ঘরে হাতে আঁকা জানলাতে
লেখকের অপ্রকাশিত গ্রন্থের মতো
আমিই পরাধীন...

Nonta Biskut ব্যান্ডের বাকিসব গানের লিরিক্সঃ

Posted: Wednesday, February 8, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

1 মন্তব্য(গুলি)